দেশজুড়ে

ময়মনসিংহে অবৈধভাবে ভোজ্যতেল মজুত, দোকানির কারাদণ্ড

ময়মনসিংহে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভোজ্য তেল মজুদ করার অপরাধে সুজন বিন্দ ঠাকুর (২৭) নামের একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর বিসিক শিল্প এলাকায় এনজি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে সেনাবাহিনী, জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান চালায়। এসময় কারাদণ্ড দিয়ে জরিমানা আদায় করেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি।

তিনি জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রমজানকে সামনে রেখে দাম বাড়িয়ে বিক্রি করার জন্য বিপুল পরিমাণ ভোজ্যতেল এনজি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান তাদের গোডাউনে মজুদ করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৫৩ মেট্রিক টন (৫৩ হাজার লিটার) পাম তেল পাওয়া যায়। কিন্তু তখন মালিক মিলন বালা পালকে পাওয়া যায়নি। পরে ম্যানেজার সুজন বিন্দ ঠাকুরকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

কে এম রাফসান রাব্বি আরও বলেন, আমরা চাই, আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকুক। আমাদের অভিযান অব্যাহত থাকবে। যে কোনো পণ্য কোনো ব্যবসায়ী মজুদ করে দাম বাড়ানোর চেষ্টা করলে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এমএস