অর্থনীতি

তেল লুকিয়ে রেখে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছেন খুচরা বিক্রেতারা

দোকানে তেল লুকিয়ে রেখে ক্রেতাকে তেল নেই বলে ফিরিয়ে দিচ্ছেন খুচরা বিক্রেতারা। পরবর্তী সময়ে সেই তেলগুলো বেশি দামে বিক্রি করা হচ্ছে।

Advertisement

বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বাজার তদারকি কার্যক্রমে এ চিত্র দেখা গেছে।

ভোক্তা অধিদপ্তরের কার্যক্রমে দেখা যায়, বাজারে তেলের সংকট নেই। কিন্তু কিছু পাইকারি ও খুচরা অসাধু ব্যবসায়ী অতি মুনাফা লাভের আশায় তেল লুকিয়ে রাখার কারণে বাজারে কৃত্রিম সংকট দেখানো হচ্ছে।

ঢাকা বিভাগীয় উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস এর নেতৃত্বে ঢাকা মহানগরের কাওরানবাজারে ভোজ্যতেলের ওপর তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

Advertisement

এসব অপরাধে কারওয়ান বাজারের কিচেন মার্কেটের মেসার্স রামগঞ্জ জেনারেল স্টোরকে ৫ হাজার টাকা, মেসার্স রতন স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স নূর স্টোরকে ৫ হাজার টাকা, আল আরাবিয়া গ্রোসারি অ্যান্ড চাইনিজকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া স্টোরকে ২০ হাজার টাকা, মেসার্স তুহিন জেনারেল স্টোরকে ৫ হাজার টাকা এবং হাজী মিজান এন্টারপ্রাইজকে ১ লাখ ৫০ হাজার টাকাসহ ৭টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন:

টিসিবির পণ্যের জন্য হাহাকার

অন্যদিকে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম শান্তিনগর বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শান্তিনগর বাজারের দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

এনএইচ/এমএইচআর/এমএস