গাজায় সামরিক অভিযানে ইসরায়েল মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবহেলা করেছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান। হামাসও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মনে করেন তিনি।
Advertisement
জেনেভায় মানবাধিকার কাউন্সিলে গাজা, ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করার সময় ফলকার ট্যুর্ক এই মন্তব্য করেছেন।
আরও পড়ুন>
গাজায় ফের হামলার প্রস্তুতি ইসরায়েলের, পশ্চিম তীরেও পাঠিয়েছে ট্যাংক ফের আল-আকসায় ঢুকে পড়েছে ইসরায়েলিরাট্যুর্ক বলেন, ইসরায়েল গাজায় ভয়াবহভাবে যে সামরিক অভিযান চালিয়েছে সেটি ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
Advertisement
ট্যুর্ক বলেছেন, অপরদিকে হামাস ইসরায়েলি ভূখণ্ডে নির্বিচারে প্রজেক্টাইল (ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করা মিসাইল বা রকেট) নিক্ষেপ করেছেন, যা যুদ্ধাপরাধের সামিল।
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলায় হামাসের নেতৃত্বাধীন যোদ্ধারা এক হাজারের বেশি জনকে হত্যা করে এবং আড়াইশ জনেরও বেশি মানুষকে জিম্মি করে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজার বেশিরভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে এবং ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
প্রতিবেদন নিয়ে নিজেদের মত জানাতে ইসরায়েল কোনো প্রতিনিধি পাঠায়নি। চিলির প্রতিনিধি বিষয়টিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন।
Advertisement
ইসরায়েল অবশ্য বরাবরই গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে এসেছে। ইসরায়েলের নেতাদের দাবি, তাদের অভিযান কেবল হামাস লক্ষ্য করে।
ট্য়ুর্ক বলেছেন, গাজায় ধ্বংসযজ্ঞের মাত্রা বিশাল। সেখানে ঘর-বাড়ি থেকে শুরু করে হাসপাতাল, স্কুল পর্যন্ত ধ্বংস করা হয়েছে।
সূত্র: ডয়েচে ভেলে
এমএসএম