বাংলাদেশ সাঁতার ফেডারেশন একসাথে তিনজন বিদেশি কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির প্রথম সভায় কোচ নিয়োগের বিষয়টি অনুমোদন হয়েছে। ঈদের পরই বিদেশি কোচ নিয়োগ প্রক্রিয়া শুরু করবে ফেডারেশন।
Advertisement
আগেও সাঁতারে বিদেশি কোচ ছিলেন। কোরিয়া ও জাপানী কোচ বাংলাদেশের দায়িত্ব পালন করে গেছেন। তবে কখনো ওয়াটারপোলো ও ডাইভিংয়ে বিদেশি কোচ ছিল না। এই প্রথম ফেডারেশন এই দুই ইভেন্টে বিদেশি কোচ নিয়োগ দেবে।
বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান শাহীন দু’দিন আগে জাগো নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনজন বিদেশি কোচ নিয়োগের বিষয়টি বলেছিলেন। তার সেই প্রস্তাবনা প্রথম সভায় অনুমোদন হয়।
সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা দক্ষিণ কোরিয়া, চীন বা সিঙ্গাপুরের যে কোনো দেশ থেকে কোচ নিয়োগ দেবো। এক সঙ্গে সবাইকে না পেলে সাঁতারের কোচ আগে নিয়োগের চেষ্টা করা হবে।’
Advertisement
জানুয়ারিতে পাকিস্তানে সাউথ এশিয়ান গেমস হবে। জাতীয় দলের প্রস্তুতি কবে শুরু হবে? মাহবুবুর রহমান শাহীন বলেন, ‘বিওএ থেকে সবুজ সংকেত পেলেই আমরা জাতীয় দলের প্রস্তুতি শুরু করবো। যতদিন বিদেশি কোচ নিয়োগ না হবে ততদিন স্থানীয়রা ট্রেনিং করাবেন।’
মে মাসে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন আয়োজনের সিদ্ধান্তও হয়েছে সভায়। এ সভায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য দুই সাঁতারুর নাম চূড়ান্ত করার কথা থাকলেও সিদ্ধান্ত হয়েছে ট্রায়ালের মাধ্যমে করার। আগামী ৫ মার্চ ট্রায়ালের দিন নির্ধারণ করা হয়েছে।’
আরআই/আইএইচএস/
Advertisement