জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা ‘জুলাই শহীদ’ এবং আহতরা ‘জুলাই যোদ্ধা’ নামে অভিহিত হবেন। গত ৯ ও ২৪ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
Advertisement
সভায় জুলাইয়ের শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধারা কী ধরনের সুবিধা পাবেন, সে ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ৮৩৪ জন (জুলাই শহীদদের তালিকা গেজেটে প্রকাশিত) এবং এ, বি ও সি- মোট তিনটি ক্যাটাগরিতে সর্বমোট ১২ হাজার ৪৯ জনকে তালিকাভুক্ত করা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রাপ্ত তথ্য উপাত্তে জানা গেছে, জুলাই শহীদ পরিবারগুলো এককালীন ৩০ লাখ করে টাকা পাবে। তন্মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ এবং ২০২৫-২৬ অর্থবছরে জুলাই ২০২৫ থেকে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ২০ লাখ টাকা পাবেন।
Advertisement
তাছাড়া শহীদ পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে। এছাড়া শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধাসরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।
জুলাইযোদ্ধা হিসেবে অভিহিত সর্বমোট ১২ হাজার ৪৯ জনের মধ্যে ক্যাটাগরি এ (অতি গুরুতর আহত) ৪৯৩ জন তালিকাভুক্ত যারা চিকিৎসার পরও অন্যের সহায়তা ছাড়া জীবনযাপনে অক্ষম তারা এককালীন ৫ লাখ টাকা পাবেন। ২০২৪-২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেক-এর মাধ্যমে) ২ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ৩ লাখ টাকা করে পাবেন।
তাদের প্রত্যেককে মাসিক ২০ হাজার টাকা ভাতা প্রদান করা হবে। বিভিন্ন সরকারি হাসপাতালে তারা আজীবন চিকিৎসা সুবিধা পাবেন। তাছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। এছাড়া তারা কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন। তারা পরিচয়পত্র পাবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধা পাবেন।
ক্যাটাগরি বি (গুরুতর আহত): গুরুতর আহত ক্যাটাগরি বি-তে ৯০৮ জন জুলাইযোদ্ধা তালিকাভুক্ত। যারা পর্যাপ্ত চিকিৎসার পর অন্যের আংশিক সহায়তায় জীবনযাপনে সক্ষম হবে বলে প্রতীয়মান তারা এককালীন তিন লাখ টাকা পাবেন। তবে ২০২৪-২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেক-এর মাধ্যমে) ১ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ২ লাখ টাকা পাবেন।
Advertisement
তাদের প্রত্যেককে মাসিক ১৫ হাজার টাকা ভাতা প্রদান করা হবে। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ও আধাসরকারি কর্মসংস্থানের সুযোগ পাবেন। তারা পরিচয়পত্র পাবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদি পাবেন।
ক্যাটাগরি সি-তে আহত ১০ হাজার ৬৪৮ জন জুলাইযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন। যারা চিকিৎসার পর বর্তমানে সুস্থ। তারা এককালীন ১ লাখ টাকা পাবেন। তাদের মাসিক ১০ হাজার টাকা প্রদান করা হবে। তারা পুনর্বাসন সুবিধা পাবেন। এসব জুলাইযোদ্ধারাও পরিচয়পত্র পাবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকারি বিভিন্ন সুবিধা পাবেন।
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত আরও ৬ জন যাচ্ছেন ব্যাংকক জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কী হচ্ছে?বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনো প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে নানান বিতর্ক ও অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রকৃত তালিকা তৈরি করার লক্ষ্যে পুঙ্খানুপুঙ্খ রূপে অন্তর্বর্তী সরকার কাজ করেছে। রাজধানীসহ সারাদেশের দায়িত্বপ্রাপ্ত সবার তথ্য যাচাই-বাছাই করে তালিকা প্রণীত হয়েছে।
জুলাই শহীদদের তালিকা প্রসঙ্গে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে শফিকুল আলম বলেন, এখন পর্যন্ত ৮৩৪ জন গেজেটভুক্ত হলেও এ সংখ্যা বাড়তে পারে। এ ব্যাপারে সরকারের অনুসন্ধান চলছে। জাতিসংঘের প্রতিবেদনে শহীদের সংখ্যা ১ হাজার ৪০০ জন বলা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকালে অনেক লাশ (আনমার্কড) কবরস্থানে দাফন করা হয়েছে।
আহত যারা হয়েছেন তারা বংশ পরম্পরায় সুযোগ-সুবিধা পাবেন কি না এ ব্যাপারে জানতে চাইলে শফিকুল আলম বলেন, এখানে কোনো কোটা নেই। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের পাশে সরকার দাঁড়িয়েছে। তারাই শুধু এ সুবিধা পাবেন।
এমইউ/এমএইচআর/এমএস