খেলাধুলা

খেলতে না পেরে খুবই হতাশ শান্ত

প্রথম দুই ম্যাচে ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হেরে আগেই বিদায় নিশ্চিত হয়েছিলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। একইভাবে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিলো স্বাগতিক পাকিস্তানেরও। আজ বৃহস্পতিবার ছিল দুই দলেরই ‘এ’ গ্রুপে শেষ ম্যাচ। আনুষ্ঠানিকতার এই ম্যাচ দিয়েই এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার কথা ছিল বাংলাদেশ এবং পাকিস্তানের।

Advertisement

কিন্তু বিধিবাম। বৃষ্টিতে টসই অনুষ্ঠিত হতে পারলো না। একটি বলও গড়ালো না। ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেলো। না খেলেই একটি করে পয়েন্ট পকেটে পুরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় ঘটেছে বাংলাদেশ এবং পাকিস্তান- দুই দলেরই।

ম্যাচটি খেলতে না পেরে দারুণ হতাশ বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই রাওয়ালপিন্ডিতেই পাকিস্তানের বিপক্ষে গত বছর টেস্ট সিরিজ জিতেছিলো শান্তর দল। ফলে, বাংলাদেশ দলের ক্রিকেটারদের আশা ছিল, শেষ ম্যাচটিতে হয়তো তারা পাকিস্তানকে হারাতে পারবে। তাহলে, একটি জয়ের স্মৃতি নিয়ে অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করতে পারবো তারা।

কিন্তু সেটা হলো না বৃষ্টির কবলে পড়ে। শান্ত খেলতে না পারার কারণে হতাশ- এ বিষয়টা মুখ ফুটে বলেননি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করার পর বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘আমি খুবই হতাশ। আমরা সত্যিই এই ম্যাচটি খেলতে চেয়েছিলাম; কিন্তু আবহাওয়ার জন্য কিছুই করতে পারলাম না।’

Advertisement

আগের দুই ম্যাচে অনেক ভুল করেছেন, স্বীকার করে নিয়ে শান্তর প্রত্যাশা সেই ভুলগুলো থেকে শিখতে পারবেন। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগের দুটি ম্যাচ যেভাবে খেলেছি, সে দুটি ম্যাচে আমাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক ছিল। আশা করি, আমরা আমাদের ভুল থেকে শিখতে পারব।’

ভবিষ্যতে কিভাবে ভালো করতে হবে, তার একটা ছোট্ট পরিকল্পনাও বলে গেছেন শান্ত। তিনি বলেন, ‘আমরা একটি সঠিক পরিকল্পনা তৈরি করব এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করব।’

পেসারদের ওপর আস্থা রেখেছেন শান্ত। এক সময় পেস বোলিংয়ে বাংলাদেশ দুর্বল ছিল। এখন সেটা কাটিয়ে উঠেছে দাবি করে তিনি বলেন, ‘পেস বোলিং ইউনিট নিয়ে এক সময় আমরা অনেক লড়াই করেছি। তবে গত কয়েক বছরে অনেক পেস বোলার এগিয়ে এসেছে। দেশের মাটিতে বেশ কয়েকজন বোলার খুব ভালো করছে। তাসকিন, রানার মতো বোলাররা উঠে আসছে। ফিজ (মোস্তাফিজ) আছে। আমাদের খুব ভালো বোলিং আক্রমণ আছে। আমি আশা করি তারা কাজটি করবে এবং দলের জন্য সেরাটা দেবে।’

মিডল অর্ডারে ব্যাটিং রোটেশন নিয়ে শান্তকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমাকে নেটে সঠিকভাবে অনুশীলন করতে হবে। স্ট্রাইক রোটেশন সম্পর্কে আমাদের ভাবতে হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি ছেলেরা বুঝতে পারবে আমাদের কী করতে হবে।’

Advertisement

আইএইচএস/