জাতীয়

তথ্যের অবাধ প্রবাহ সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক

তথ্যের অবাধ প্রবাহ প্রশাসনের জবাবদিহি বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

Advertisement

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেবিচক কার্যালয়ে আয়োজিত ‘তথ্য অধিকার আইন, প্রবিধানমালা ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালার আয়োজন করে বেবিচকের জনসংযোগ বিভাগ।

বেবিচক চেয়ারম্যান বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক, বাস্তবায়ন প্রক্রিয়া এবং স্বপ্রণোদিত তথ্য প্রকাশের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারবো বলে আমি আশাবাদী।

তিনি বলেন, বিভিন্ন স্তরের মানুষ বেবিচকের কাছে সরকার কর্তৃক নির্ধারিত ফর্মের মাধ্যমে নিয়মিতভাবে তথ্য চেয়ে থাকেন এবং বেবিচক যথাযথ আইন অনুযায়ী সেসব তথ্য সরবরাহ করে থাকে।

Advertisement

প্রশিক্ষণ কর্মশালায় তথ্য অধিকার আইন ও এর বাস্তবায়ন কৌশল সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান তাদের দাপ্তরিক কার্যক্রমে প্রয়োগের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পারবে বলে আশা করছে বেবিচক।

এমএমএ/এমকেআর