জাতীয়

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও সদস্যদের মর্যাদা-সুবিধা নির্ধারণ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও সদস্যদের মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি নির্ধারণ করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, গত ১২ ফেব্রুয়ারি গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও সদস্যরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন। তবে শর্ত থাকে যে, কমিশনের কোনো সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা নিতে না চাইলে তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন।

ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা এবং এ বিষয়ে পদক্ষেপের সুপারিশ করতে গত ১২ ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। এ কমিশনের নেতৃত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Advertisement

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা অন্য প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এ কমিশনকে স্বাভাবিক সহায়তা দেবে।

আরএমএম/এমএএইচ/এমএস