বর্তমানে ইয়ারবাডস সবারই খুব পছন্দ। ছোট্ট চার্জিং কেস সমেত এদিক-ওদিক নিয়ে যাওয়াও সহজ। পোশাকে একটা প্যাকেট কিংবা ব্যাগে অল্প একটু জায়গাই যথেষ্ট। বিভিন্ন সংস্থা তাদের ইয়ারবাড বাজারে আনছে।
Advertisement
সম্প্রতি রিয়েলমি নতুন ইয়ারবাড আনছে বাজারে। রিয়েলমি বাডস এয়ার ৭। এই ইয়ারফোনগুলোতে ৫২ ডিবি পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি) সাপোর্ট রয়েছে। এই ইয়ারফোনগুলোতে হাই-রেস অডিও সার্টিফিকেশন এবং হাই-ফিডেলিটি লসলেস লএইচডিসি ৫.০ অডিও কোডেক সাপোর্ট রয়েছে।
রিয়েলমি বাডস এয়ার ৭-এ এন৫২ নিওডিয়ামিয়াম ম্যাগনেট এবং কপার এসএইচটিডব্লিউ কয়েল সহ ১২.৪ মিমি টাইটানিয়াম-প্লেটেড ডায়নামিক ড্রাইভার রয়েছে। এগুলো থ্রিডি স্পেশাল অডিও অভিজ্ঞতা এবং এআই-সমর্থিত অ্যাডাপটিভ এএনসি সহ ৫২ডিবি পর্যন্ত এএনসি সমর্থন করে।
ইয়ারফোনগুলোতে ছয়-মাইক্রোফোন সিস্টেম রয়েছে যা কলের শব্দ কমাতে সহায়তা করবে। বাডস এয়ার ৭ ব্লুটুথ ৫.৪, সুইফট পেয়ার এবং ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি সমর্থন করে। এগুলোতে হাই-রেস অডিও সার্টিফিকেশনের পাশাপাশি এলএইচডিসি ৫.০, এসবিসি এবং এএসি অডিও কোডেক সমর্থন রয়েছে।
Advertisement
এই ইয়ারফোনগুলিতে ৪৫ মিলিসেকেন্ড পর্যন্ত কম ল্যাটেন্সি রয়েছে যা অডিও-ভিজ্যুয়াল ল্যাগিং কমাতে সাহায্য করে। এগুলো টাচ কন্ট্রোল সমর্থন করে এবং রিয়েলমি লিঙ্ক অ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ। ইয়ারফোনগুলো ধুলা এবং স্প্ল্যাশ প্রতিরোধের জন্য IP55 রেটিং পূরণ করে বলে জানা গেছে।
প্রতিটি ইয়ারবাডে ৬২ এমএএইচ ব্যাটারি রয়েছে, অন্যদিকে চার্জিং কেসটি, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট সহ, ৪৮০ এমএএইচ ব্যাটারি প্যাক করে। ইয়ারফোনগুলো এএনসি ছাড়াই মোট ৫২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করবে। ১০ মিনিটের দ্রুত চার্জে ১০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার অফার করার দাবি করা হয়েছে।
ইয়ারফোনগুলো ডন গোল্ড, অর্কিড পার্পল এবং ভার্ড্যান্ট গ্রিন রঙে পাওয়া যাচ্ছে। তবে এখন শুধু চীনের বাজারেই লঞ্চ হয়েছে ইয়ারবাডটি। সেখানে এর দাম ২৯৯ চায়না ইয়েন। কবে বাংলাদেশে এই ইয়ারবাড আসবে তা জানা যায়নি, তবে আশা করা যায় খুব শিগগির এই ইয়ারবাড দেশের বাজারে আসতে পারে।
আরও পড়ুন
Advertisement
সূত্র: গ্যাজেট ৩৬০
কেএসকে/এমএস