জাতীয়

বনানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

রাজধানীর বনানীর সৈনিক ক্লাবের রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আব্দুল হান্নান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত হান্নানের ভাই মিঠু জাগো নিউজকে বলেন, আমার ভাই সাইনবোর্ড-ব্যানারের ব্যবসা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে জানতে পারি তিনি বনানীর সৈনিক ক্লাবের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। পরে ছাত্ররা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

Advertisement

কাজী আল-আমিন/এমএএইচ/এমএস