জাতীয়

পৃথক ঘটনায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু, মরদেহ ঢামেকে

রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের দোতলায় কাজ করার সময় নিচে পড়ে মো. বিল্লাল ফকির (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মৃত্যু হয়।

নিহতের ছেলে হাসিব জানান, আমার বাবা আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের দুই তলায় কাজ করার সময় মাথায় বাঁশের আঘাত লেগে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়। পরে সহকর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মেশিনে পড়ে মৃত্যু আরেক শ্রমিকের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চায়না প্রোজেক্টে বালু মিক্সচার মেশিন পরিষ্কার করার সময় মেশিনের ভেতরে পড়ে মো. নাজমুল খান (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করা হয়।

নিহতের ভাই মো. শাহাদাত হোসেন জানান, আমার ভাই পেশায় একজন নির্মাণ শ্রমিক। সকালে রূপগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের বালু মিক্সচার মেশিন পরিষ্কার করার সময় হঠাৎ মেশিন চালু হয়ে যায়। সে মেশিনের ভেতরে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক দুজনেরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে।

কাজী আল আমীন/এমএইচআর/এমএস

Advertisement