চট্টগ্রামের বোয়ালখালীতে মো. নাছের (৫২) নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী থেকে তাকে গ্রেফতার করে বোয়ালখালী থানা পুলিশ।
Advertisement
নাছের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী চরখিদিরপুর গ্রামের ছৈয়দ বাড়ীর মৃত মমতাজুল হকের ছেলে। নাছের বোয়ালখালী উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।
ওসি বলেন, বিশেষ অভিযান চালিয়ে মো. নাছেরকে আটক করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Advertisement
এমডিআইএইচ/এমএএইচ/এমএস