জাতীয়

ঢাকা ওয়াসা সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

 

ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘একতাই শক্তি, একতাই মুক্তি’ স্লোগানে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা ওয়াসার বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

সভায় বক্তারা বলেন, ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান অন্যায়ভাবে সমবায় সমিতি বন্ধ করে দিয়েছিলেন। এখন সময় বদলেছে, তাই জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের নেতাদের কাছে অনুরোধ- আপনারা অনেক কাজ করছেন, এবার সমবায় সমিতির দেনা-পাওনা নিজের হাতে আদায়ের ব্যবস্থা করুন। এতে সবাই উজ্জীবিত হবে। আমরা বিশ্বাস করি, নেতৃবৃন্দের সিদ্ধান্তে সবাই একমত রয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আজিজুল আলম খান বলেন, ‌আমি প্রস্তাব দিয়েছি, যারা অবসরে গেছেন এবং কেউ অসুস্থ হলে যেন উন্নত চিকিৎসা পেতে পারেন- এজন্য উন্নতমানের হাসপাতালে চারটি সিট বুকিং রাখার ব্যবস্থা করা হোক। সেটি ম্যানেজমেন্ট সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে।

তিনি বলেন, ২০২৩ সালে তাকসিম এ খান জোর করে সমবায় সমিতির কমিটি বাতিল করতে বাধ্য করেছিলেন। আমাদের ওপর মতামত চাপিয়ে দেওয়া হয়েছিল, যা ছিল আমাদের ইচ্ছার বিরুদ্ধে। ২০২৫ সালে আমরা সবাই এই সমবায় সমিতিকে টিকিয়ে রাখতে চাই। তাই সবাই একত্রিত হয়েছি। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, যিনি ছাত্র-জনতার মাধ্যমে ৫ আগস্ট আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। এর মাধ্যমে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, যে কারণে আজ আমরা সমিতির নতুন কমিটি গঠন করতে পারছি।

Advertisement

আরও পড়ুনপুলিশে বড় রদবদল ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সভা ঘিরে উত্তেজনা, ককটেল উদ্ধার 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী মো. আব্দুস সালাম ব্যাপারী, ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারী প্রমুখ।

ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারী বলেন, তাকসিমের সময় শ্রমিকরা দুজন মিলে কথা বলার সাহস পেত না। শ্রমিকদের ওপর শারীরিক নির্যাতন না করা হলেও মানসিক নির্যাতন চালানো হয়েছে। তার একটি প্রমাণ হলো সমবায় সমিতি বন্ধ করে দেওয়া। আমরা অবসায়ন বাতিল করে পুনরায় কর্তৃপক্ষের কাছে ফরমগুলো জমা দেবো। আজকের পর থেকে আপনারা সবাই সমবায় সমিতির সদস্য হিসেবে গণ্য হবেন।

সভায় বক্তারা বলেন, ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের নেতাদের উদ্যোগে সংগঠনগুলো চাঙা হয়ে উঠেছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মধ্যে আমাদের সমবায় সমিতিকে কাজের মাধ্যমে সবার সেরা করতে হবে। আমরা আওয়ামী লীগ কর্তৃক নির্যাতিত হয়েছি। বদলি, পদোন্নতিসহ বিভিন্নভাবে মানসিক অত্যাচার করা হতো। এখন এসব থেকে ইউনিয়নের সহায়তায় আমরা মুক্তি পাচ্ছি। নেতাদের কাছে আমাদের অনুরোধ- শ্রমিকদের পদোন্নতি, বদলি, পদায়ন নিশ্চিত করা হোক। পাশাপাশি আওয়ামী লীগের দালালরা যেখানে বসে আছে, তাদের শাস্তির আওতায় আনা হোক। 

এমএমএ/কেএসআর

Advertisement