বান্দার প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ অপরিসীম। বান্দা গুনাহ করলে তিনি অনেক সময় ক্ষমা করে দেন, অনেক সময় দুনিয়া বা আখেরাতের শাস্তির ফয়সালা করেন। গুনাহের শাস্তি হয় গুনাহের সমপরিমাণ। আর যদি বান্দা আল্লাহ তাআলার আনুগত্য করে, নেক কাজ করে, তাহলে আল্লাহ তাআলা বহুগুণ বেশি সওয়াব দান করেন। আল্লাহ তাআলা বলেন,
Advertisement
اِنَّ اللّٰهَ لَا یَظۡلِمُ مِثۡقَالَ ذَرَّۃٍ وَ اِنۡ تَکُ حَسَنَۃً یُّضٰعِفۡهَا وَ یُؤۡتِ مِنۡ لَّدُنۡهُ اَجۡرًا عَظِیۡمًا নিশ্চয় আল্লাহ অণু পরিমাণও জুলুম করেন না। আর যদি সেটি ভাল কাজ হয়, তিনি তাকে দ্বিগুণ করে দেন এবং তাঁর পক্ষ থেকে বিপুল প্রতিদান প্রদান করেন। (সুরা নিসা: ৪০)
শুধু তাই নয়, বান্দা নেক কাজের নিয়ত করলেই আল্লাহ তাআলা সওয়াব দান করেন। কেউ যদি কোনো ভালো কাজের নিয়ত করে এবং পরবর্তীতে কোনো অসুবিধার কারণে ওই নেক কাজটি করার সুযোগ না পায়, তবুও সে ওই কাজের পূর্ণ সওয়াব লাভ করে। হাদিসে কুদসিতে বর্ণিত রয়েছে আল্লাহ তাআলা বলেন,
إنَّ اللَّهَ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ، ثُمَّ بَيَّنَ ذَلِكَ، فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، وَإِنْ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ إلَى أَضْعَافٍ كَثِيرَةٍ، وَإِنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، وَإِنْ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ سَيِّئَةً وَاحِدَةً
Advertisement
আল্লাহ ভাল ও মন্দ কাজ লিখে রাখেন। তারপর তিনি ব্যাখ্যা করেন, যে ব্যক্তি ভাল কাজের জন্য দৃঢ় সংকল্প করে কিন্তু তা সম্পন্ন করতে ব্যর্থ হয়, আল্লাহ তার আমলনামায় একটি পূর্ণ নেকি লিখেন আর যদি সে তা সম্পন্ন করে তবে আল্লাহ তার আমলনামায় দশ নেকি থেকে সাতশত পর্যন্ত; বরং তার চেয়েও বেশি নেকি লিখেন। যদি কারো মনে মন্দ কাজের বাসনা জাগে কিন্তু তা সে কাজে পরিণত না করে, আল্লাহ তার জন্য একটি পূর্ণ নেকি লিখেন। যদি সে তার বাসনা কাজে পরিণত করে, তবে তার জন্য একটি মন্দ কাজ লিখেন। (সহিহ বুখারি: ৬৪৯১, সহিহ মুসলিম: ১৩১)
অর্থাৎ মুমিনের ভালো বা মন্দ কাজ করা না করা চার রকম হতে পারে। এক. মুমিন যদি কোনো ভালো কাজ করার নিয়ত করে পরে তা না করতে পারে, তাহলে আল্লাহ তার নিয়তের কারণে তার জন্য একটি পূর্ণ নেকি লিখেন। দুই. মুমিন যদি কোনো নেক কাজের নিয়ত করে এবং নেক কাজটি সম্পন্নও করে, তাহলে আল্লাহ তাকে দশ থেকে সাতশত বা আরও বেশি নেকি দান করেন। তিন. মুমিন ব্যক্তি কোনো খারাপ কাজের ইচ্ছা করেও পরে আল্লাহর ভয়ে তা না করলে আল্লাহ ওই খারাপ কাজটি না করার কারণে তাকে একটি পূর্ণ নেকি দান করেন। চার. মুমিন ব্যক্তি কোনো খারাপ কাজ করে ফেললে তার আমলনামায় একটি খারাপ কাজের গুনাহ লেখা হয়, বাড়িয়ে লেখা হয় না।
তাই আমরা যেন অন্তরে সব সময় নেক কাজের নিয়ত রাখি, বেশি বেশি নেক কাজ করার দৃঢ় স্বংকল্প করি এবং আল্লাহর কাছে তওফিক প্রার্থনা করি। পরবর্তীতে যদি কোনো কারণে যদি ওই নেক কাজটি করতে ব্যর্থ হই, তবুও আল্লাহ তাআলা পূর্ণ সওয়াব দান করে দেবেন।
ওএফএফ/এমএস
Advertisement