এমপিওভুক্তির এক দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদের ব্যানারে সারাদেশ থেকে আসা প্রায় পাঁচ শতাধিক শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন।
Advertisement
তারা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির একমাত্র মানদণ্ড ‘স্বীকৃতি’ ধরে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, ডিগ্রি, মাদরাসা ও কারিগরি) একযোগে এমপিওভুক্ত করতে হবে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। এ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। গত ২৩ ফেব্রুয়ারি থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
শিক্ষক নেতারা বলেন, আমরা একই দাবিতে স্কুল, কলেজ, ডিগ্রি, মাদরাসা ও কারিগরির শিক্ষকরা একযোগে দাবি আদায়ে এখানে কর্মসূচি পালন করছি। দাবি না আদায় হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
Advertisement
শিক্ষকরা কতটা মানবেতর জীবনযাপন করে এ কথা শিক্ষক পরিবারসহ আশপাশের মানুষ জানে। শিক্ষিত সমাজ গড়ে তোলা আমাদের পেশা। অথচ আজ আমরা আমাদের দাবি নিয়ে রাস্তায় বসে আছি। আমাদের দাবি একটাই একযোগে এমপিওভুক্ত করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
এএএইচ/এমএএইচ/