বিনোদন

জনসাধারণের শ্রদ্ধা শেষে মায়ের কবরে সমাহিত হবেন অঞ্জন

ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জাহিদুর রহিম অঞ্জনের বাদ যোহর তৃতীয় জানাজা শেষ হয়েছে। এরপর জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। শ্রদ্ধা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে আজিমপুর কবরস্থানে। সেখানে মায়ের কবরে তাকে দাফন করা হবে।

Advertisement

এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অঞ্জনের মরদেহ ঢাকা নিয়ে আসা হয়। রাতে ইস্কাটন বিয়াম স্কুল মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ সকাল সাড়ে ৯টায় অঞ্জনের মরদেহ নেওয়া হয় সিদ্ধেশ্বরী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে, সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

গত ২৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর স্পর্শ হাসপাতালে লিভার ট্রান্সপ্যান্টের পর অপারেশন পরবর্তী জটিলতায় জাহিদুর রহিম অঞ্জন মারা যান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অঞ্জনের মরদেহ ঢাকা নিয়ে আসা হয়।

জাহিদুর রহিম অঞ্জন ২০১৪ সালে কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’ নির্মাণ করেন। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

Advertisement

মুক্তির অপেক্ষায় রয়েছে তার পরবর্তী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাঁদের অমাবস্যা’। এটি সৈয়দ ওয়ালীউল্লাহর মনসমীক্ষামূলক উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে।

এমআই/এলআইএ/এএসএম