আন্তর্জাতিক

কেমন আছেন পোপ ফ্রান্সিস?

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রোমান ক্যাথলিকদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গত কয়েকদিন ধরেই তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে বিশ্বজুড়েই উদ্বেগ দেখা দিয়েছে। তার ফুসফুসের উভয় অংশই আক্রান্ত হয়েছে।

Advertisement

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভ্যাটিকানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, পোপ ভালো ভাবে ঘুমাচ্ছেন এবং তিনি বিশ্রামে আছেন। ৮৮ বছর বয়সী পোপ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলেও জানানো হয়েছে।

টানা কয়েক দিন শ্বাসকষ্টে ভোগার পর গত ১৪ ফেব্রুয়ারি তাকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। রক্ত শূন্যতার কারণে প্লাটিলেট কমে যাওয়ায় তাকে রক্ত দেওয়া হয়েছে।

২১ বছর বয়সে পোপ ফ্রান্সিসের ফুসফুসের একটি অংশ অপসারণ করতে হয়েছিল। পরে বেশি বয়সে তার ফুসফুসের চারপাশে এক ধরনের প্রদাহ তৈরি হয়। সে কারণে তিনি ফুসফুস সংক্রমণের ঝুঁকিতে ছিলেন।

Advertisement

গত ১২ বছরে তাকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এর মধ্যে ২০২৩ সালের মার্চ ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে তিনি তিন রাত হাসপাতালে ছিলেন।

আরও পড়ুন: অসুস্থ পোপ ফ্রান্সিসের অবস্থা ‌‌‌‌‌‌‌‌‌‌‌‘আশঙ্কাজনক’ এক সপ্তাহে ১০ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি ইউক্রেনে দখল করা ভূমি কখনোই ‌‘বিক্রি’ করা হবে না: ক্রেমলিন

পোপের স্বাস্থ্যের বিষয়ে জানিয়ে বৃহস্পতিবার সকালে ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে, গতরাতে (বুধবার) তার ভালো ঘুম হয়েছে এবং তিনি এখন বিশ্রাম নিচ্ছেন।

টিটিএন

Advertisement