বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিচ্ছেদের সংবাদে তোলপাড় ভারতীয় শোবিজ। গত কয়েক মাস ধরেই ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছিলেন সুনীতা। কখনো নিজের একাকিত্বের কথা জানিয়েছেন, আবার কখনো ছেলের প্রশংসা করে স্বামীকে দোষী করেছেন।
Advertisement
এবার ৩৭ বছরের দাম্পত্যে ইতি টানার পথে গোবিন্দ-সুনীতা। যদিও তাদের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনরা গোবিন্দ-সুনীতার বিচ্ছেদের কথা মানতে চাইছেন না। দাম্পত্য নিয়ে এবার মুখ খুললেন তাদের আইনজীবী। সুনীতা নিজেই বিচ্ছেদ চেয়ে আবেদন করেছিলেন মাস ছয়েক আগে। এ কথা স্বীকার করেছেন আইনজীবী ললিত বিন্দাল।
যদিও এর মাঝে গোবিন্দের পায়ে গুলি লাগে। সেই সময় অভিনেতাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার দিন পর্যন্ত সব সময় সঙ্গে ছিলেন সুনীতা। আইনজীবী ললিত বিন্দালের ভাষ্য, ‘আসলে দম্পতিদের মধ্যে এমনটা হয়েই থাকে। যদিও নতুন বছরে আমরা সকলে নেপালের পশুপতিনাথ মন্দিরে যাই। তাদের মধ্যে এখন সব ঠিকঠাক আছে। তারা একসঙ্গে ছিলেন আর থাকবেন।’
আরও পড়ুন: পরকীয়ার জন্য গোবিন্দর ৩৭ বছরের সংসার ভাঙার গুঞ্জন গোবিন্দ-সুনীতার সংসার ভাঙন নিয়ে যা বললেন সহকারীসুনীতার ম্যানেজারও তাদের বিবাহবিচ্ছেদের সংবাদ অস্বীকার করেছেন। গোবিন্দ নিজেও জানান, আপাতত তার কিছু ব্যবসার কাজ রয়েছে। আগামী দিনে একটি সিনেমার কাজেও ব্যস্ত থাকবেন এ অভিনেতা। তাই অন্যকোনো দিকে তার মনোযোগ দেওয়ার সময় নেই- এমনটাই জনিয়েছেন গোবিন্দ।
Advertisement
এমএমএফ/এএসএম