অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক সাদিক হাসানের প্রথম উপন্যাস ‘আজাদির মুসাবিদা’। ঐতিহ্য প্রকাশনী থেকে প্রকাশিত উপন্যাসটি বইমেলায় ২৮ নম্বর প্যাভিলিয়ন পাওয়া যাচ্ছে। প্রচ্ছদ এঁকেছেন নাওয়াজ মারজান। বইয়ের মূল্য ৭০০ টাকা।
Advertisement
লেখক জানান, কাশ্মীর বলতে দুনিয়া আসলে কাশ্মীর উপত্যকাকেই জানে। অথচ কাশ্মীরের ভৌগোলিক অবস্থান আরও বিস্তৃত। বিভিন্ন সময়ে কাটাছেঁড়ার মাধ্যমে বর্তমান মানচিত্রে এসে উপনীত হয়েছে কাশ্মীর। জম্মু এবং কাশ্মীর নামক দুটি আলাদা দেশীয় রাজ্য মিলে একটা ভূখণ্ডে পরিণত হয়েছিল ১৯ শতকে।
আরও পড়ুন বইমেলায় পলিয়ার ওয়াহিদের দুটি কাব্যগ্রন্থ গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ ‘পাতা ঝরার দিনে’হিন্দু অধ্যুষিত জম্মুতে, দেশভাগের পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চে গণহত্যা চালিয়ে বদলে দেওয়া হয়েছে জনমিতি। ১৯৪১ সালের দিকে ৪১% মুসলিম অধ্যুষিত জম্মুতে এখন মুসলমানদের সংখ্যা নেমে এসেছে ১১%-এ।
অথচ সেখানে হিন্দুরা অক্ষত থেকেছে। আর কাশ্মীর উপত্যকায় মুসলিমদের ওপর কোন জুলুম নেমে এসেছে, তা আর নতুন করে বয়ান করার প্রয়োজন নেই। মনে মনে খালিদ ভাবল, এই পৃথিবীতে শুধু মুসলিমরা ব্যতীত সবাই মানবিক অধিকার পাওয়ার হকদার। কেননা শুধু কাশ্মীর নয়-ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তানে এখনো দলে দলে মৃত্যুবরণ করছে মুসলমানরা। এমনই বিষয় নিয়েই রচিত হয়েছে বইটি।
Advertisement
এসইউ/এএসএম