লাইফস্টাইল

সব্যসাচীর ডিজাইন করা শাড়িতে মোহনীয় আলিয়া

সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে প্যাস্টেল পিঙ্ক রঙের শাড়ি পরে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার স্টাইলিশ শাড়িটি নজরকেড়েছিল উপস্থিত সবার। শুধু তাই নয়, আলিয়ার সেই শাড়ি পড়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল।

Advertisement

জানা গেছে, আলিয়ে বিয়ের অনুষ্ঠানে প্যাস্টেল পিঙ্ক রঙের যে শাড়িটি পরেছিলেন সেটির ডিজাইন করেছেন ভারতের জনপ্রিয় ও অতি পরিচিত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি।

অভিনেত্রীর সেই নজরকাড়া শাড়িটি পুরো অংশ সাজানো হয়েছে সিকুইন দিয়ে। ঝলমলে শাড়িটির সঙ্গ দিয়েছে প্লাঞ্জিং নেকলাইনের স্লিভলেস ব্লাউজ। এদিন আলিয়ার সাজেও ছিল আভিজাত্যের ছোঁয়া।

আরও পড়ুন: আইভরি লেহেঙ্গায় বউ সেজেছিলেন মেহজাবীন অনলাইনে কেনাকাটায় সতর্ক থাকা কেন জরুরি

সব সময়ের মতো এদিনও অভিনেত্রী করেছিলেন হালকা মেকাপ। গোলাপি শিমারি আইশ্যাডো, মাসকারা, ব্লাশ অন ও ন্যুড পিঙ্ক লিপস্টিকে সেজেছিলেন আলিয়া। মিনিমাল মেকাপের সঙ্গে গহনাও পরেছিলেন সামান্য।

Advertisement

শাড়ির সঙ্গে ম্যাচিং করে হালকা গহনা বেছে নিয়েছিলেন নায়িকা। সব্যসাচীর আর্কাইক গোল্ড ভিন্টেজ নেকপিস পরেছেন তিনি। কানে ডায়মন্ড স্টাড, হাতে ছিল বিয়ের আংটি। চুলের সাজেও রেখেছেন ভিন্নতা। মাঝ সিঁথি করা ক্ল্যাসিক গ্রিক হেয়ারস্টাইলে তাকে বেশ মানিয়েছিল। সব মিলিয়ে অপরূপ লাগছিল অভিনেত্রীকে।

জেএস/এএসএম