চট্টগ্রামে ছিনতাইকারী গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
Advertisement
গ্রেফতাররা হলেন, নোয়াখালী জেলার সদর থানার সোনাপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে ফখরুল ইসলাম (৩০), নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড় এলাকার ভাসমান আবু সুফিয়ানের ছেলে মো. শাহীন (১৯), নোয়াখালী জেলার চাটখীল থানার খেজুরতলা গ্রামের মো. রমজানের ছেলে মো. মানিক ওরফে রিয়াদ (২৮) এবং পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি থানার সনটিলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর (৩৬)।
আরও পড়ুন হাজারীবাগে শিশু ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেফতার সন্ত্রাসী যত শক্তিশালীই হোক রক্ষা পাবে না: ডিবি প্রধানচান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চার তরুণ যুবককে গ্রেফতার করা হয়। তারা নগরীর সক্রিয় ছিনতাইকারী গ্যাংয়ের সদস্য।
নগরীর বিভিন্নস্থানে পথচারী কিংবা চলন্ত ছোট গাড়ি আটকিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। তারা গত ১৮ ফেব্রুয়ারি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল।
Advertisement
এমডিআইএইচ/এমআরএম/এএসএম