দেশজুড়ে

৩৫ বছর বিদ্যালয়ে পাঠদান, বিদায়ে আবেগাপ্লুত স্কুলশিক্ষক

লক্ষ্মীপুরের রায়পুরে কাফিলাতলি সাগরদি পাবলিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইছমাঈল হোসেন পাটওয়ারীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তবে ৩৫ বছরের কর্মজীবন শেষে প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগ তাকে আবেগাপ্লুত করে দেয়। ফুলে সজ্জিত গাড়িতে করে তাকে বাড়িতে দিয়ে আসা হয়। কর্মস্থল থেকে এমন বিদায়ে তার দু’চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।

Advertisement

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ইছমাঈলকে কর্মস্থল থেকে ফুলসজ্জিত গাড়িতে করে বাসায় পৌঁছে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাঈন উদ্দিন।

প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ইছমাইল হোসেন আমার শিক্ষক ছিলেন। চেষ্টা করেছি তাকে যোগ্য সম্মান দিতে। এর জন্য সবাই আমাকে সহযোগিতা করেছেন।

Advertisement

শিক্ষক ইছমাঈল হোসেন পাটওয়ারী বলেন, ১৯৯০ সালে শিক্ষকতা পেশা শুরু করি। একই বিদ্যালয়ে প্রায় ৩৫ বছর শিক্ষার্থীদের পাঠদান করেছি। কর্মজীবন শেষ। বিদায় বেলায় সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা আমার জন্য সর্বোচ্চ উপহার ছিল। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ।

কাজল কায়েস/এফএ/এএসএম