কক্সবাজারের টেকনাফে একটি বাড়ি ঘেরাও করে ৪০ হাজার পিস ইয়াবা ও ২৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
Advertisement
আটকরা হলেন- টেকনাফ ছোট হাবিবপাড়া গ্রামের মৃত মো. ইসমাইলের ছেলে মো. সোলেমান হোসেন (২৩) ও রশিদ আহমেদের ছেলে আব্দুল আমিন (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান।
তিনি বলেন, বুধবার (২৬ ফেব্রুয়ারি) গোপন তথ্য আসে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবছড়া এলাকার একটি বসত বাড়িতে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরা কারবারিরা মাদকের একটি বড় চালান এনে রেখেছে। পরবর্তীতে অধিনায়ক, ২ বিজিবি নিশ্চিত করেন একদল চোরাকারবারি ব্যবসায়িক উদ্দেশ্যে সংগ্রহ করা মাদক হাবিবছড়া গ্রামের জিয়াবুলের বাড়ির আঙিনা এবং অন্যান্য অজ্ঞাত স্থানে মাটির নিচে লুকিয়ে রেখেছে।
Advertisement
এমন তথ্য অনুযায়ী বিকেলে ব্যাটালিয়ন সদর ও কে-নাইন ইউনিটের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরসহ সাবরাং বিওপির একটি টিম মাদক কারবারির বাড়ি ও একটি দোকানকে ঘিরে রেখে অভিযান শুরু করে। সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে দীর্ঘ ২ ঘণ্টা তল্লাশি চালিয়ে অভিযান পরিচালনাকারী দলগুলো বাড়ির বিভিন্ন স্থান থেকে দুইজন চোরা কারবারিকে আটকসহ ৪০ হাজার পিস ইয়াবা এবং ২৩ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, আটক চোরা কারবারিদের জব্দকৃত ইয়াবা এবং গাঁজাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
জাহাঙ্গীর আলম/এফএ/এএসএম
Advertisement