অমর একুশে বইমেলায় এসেছে সাংবাদিক আমীন আল রশীদের গবেষণা গ্রন্থ ‘বাংলাদেশের সংসদীয় বিতর্ক: জাতীয়তাবাদ, বাকশাল, রাষ্ট্রধর্ম ও অন্যান্য’।
Advertisement
বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান প্রণয়নের জন্য গঠিত গণপরিষদ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত ১২টি সংসদের উল্লেখযোগ্য কয়েকটি বিষয় নিয়ে এই বই। যেখানে বাঙালি জাতীয়তাবাদ, সংবিধানের ৭০ অনুচ্ছেদ, ব্যক্তির সম্পত্তি অর্জনের সীমারেখা, জরুরি অবস্থা, বাকশাল, রাষ্ট্রধর্ম, সংসদীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকার, পঞ্চদশ সংশোধনী, ন্যায়পালসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদের বিতর্ক তুলে ধরা হয়েছে।
আমীন আল রশীদ জানান, এই বইটি লেখার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সংসদীয় বিতর্কের ধরন সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি বাংলাদেশের সংসদ কতটা কার্যকর, সেটি বোঝার চেষ্টা করা। সংসদীয় গণতন্ত্রের যে চর্চার মধ্যে বাংলাদেশ শুরু থেকেই কমবেশি আছে, সেখানের বিচ্যুতিগুলোও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে সংবিধানের যেসব বড় পরিবর্তন দেশের সরকার কাঠামো বদলে দেয়ার পাশাপাশি রাজনৈতিক সংকট জটিলতর করেছে, সেই সংশোধনীগুলো পাশের প্রক্রিয়ায় সংসদের কী ধরনের প্রতিক্রিয়া হয়েছিল—সাধারণ পাঠকের সে বিষয়ে আগ্রহ আছে নিশ্চয়ই। বিশেষ করে একজন জাতীয়তাবাদী ও গণতন্ত্রমনা নেতা হওয়া সত্ত্বেও বঙ্গবন্ধু কেন বাকশাল কায়েমের মধ্য দিয়ে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করলেন এবং এর প্রক্রিয়াটি কী ছিল; সংবিধান প্রণয়নের সময় গণপরিষদে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে কী ধরনের বির্তক হয়েছিল এবং কেন এই বিধানটি যুক্ত করা হলো; সংবিধানে রাষ্ট্রধর্মের বিধান যুক্ত করার যুক্তিগুলো কী ছিল এবং এই ঘটনাটি পবরবর্তী বাংলাদেশের রাজনীতিকে কতটা প্রভাবিত করেছে; কোন প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেয়া হলো এবং এই বিরাট সিদ্ধান্তটি নেয়ার পেছনের ঘটনাগুলো কী—তার প্রত্যক্ষদর্শী হিসেবে তা পাঠককে জানানোর তাগিদ থেকেই এই বইটি লেখা।
বইতে মোট অধ্যায় ১৬টি। এর মধ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংসদে সংসদ সদস্যদের কথা বলার স্বাধীনতা খর্ব করে বলে যে অভিযোগ রয়েছে তার ভীতি ও বাস্তবতা; ন্যায়পাল ইস্যুতে আইন হলেও সেটি কার্যকর না হওয়া; দ্বাদশ সংসদে বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল লতিফ সিদ্দিকীর ‘বড়শিতত্ত্ব’ এবং জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নু ও আলোচিত এমপি ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বাহাস নিয়েও আলাদা অধ্যায় রয়েছে।
Advertisement
বইয়ের শেষ অংশে সাময়িক সংবিধান আদেশ, ওয়েস্টমিনস্টার টাইপের সংসদীয় শাসনব্যবস্থার পরিচিতি, গণপরিষদ, সংবিধান প্রণয়ন কমিটি এবং ৬ সদস্যের নোট অব ডিসেন্টও টিকা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বইটি প্রকাশ করেছে মাতৃভাষা প্রকাশ। ১৬০ পৃষ্ঠার এই বইটির দাম ৩০০ টাকা। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন ফরিদী নুমান।
উল্লেখ্য, সংসদ ও সংবিধান বিষয়ে সাংবাদিক আমীন আল রশীদের অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে সংবিধান প্রণেতাগণ (২০২৪), সংবিধানের রাজনৈতিক বিতর্ক (২০২০), সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আলোচনা-তর্ক-বিতর্ক (২০১১), সরকারি বিরোধী দল (২০১৫)। তার অন্যান্য বইয়ের মধ্যে ‘জীবনানন্দের মানচিত্র’ পাঠকমহলে দারুণভাবে প্রশংসিত হয়েছে।
এইচআর/জিকেএস
Advertisement