খেলাধুলা

যে নিয়মের কারণে ওপেনার ফখর জামান নামলেন চার নম্বরে

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের শুরুতেই দুশ্চিন্তায় ভাঁজ পড়ে পাকিস্তান অধিনায়কের কপালে। নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় বলেই ফিল্ডিং করতে গিয়ে পিঠে টান পড়ে ফখর জামানের।

Advertisement

শাহীন শাহ আফ্রিদির করা দ্বিতীয় বলেই উইল ইয়ং কাভার ড্রাইভ করলে, মিড-অফ থেকে দ্রুত দৌড়ে গিয়ে বলটি আটকান ফখর জামান। এরপরই অস্বস্তি বোধ করা শুরু করেন তিনি, মাঠে ডাকেন ফিজিওথেরাপিস্টকে।

কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসার পর ফখর মাঠ ছাড়েন। পরে জানা যায়, তার পিঠের পেশীতে টান পড়েছে। কামরান গুলাম বদলি ফিল্ডার হিসেবে ফখরের বদলে মাঠে নামেন।

পাওয়ার প্লের বাকি সময় ফখর মাঠের বাইরে ছিলেন, তবে ১২তম ওভারের পর ফিরে এসে তিন ওভার ফিল্ডিং করেন। ৩৩তম ওভারের পর আবার মাঠে ফিরে পুরো ইনিংস ফিল্ডিং করেন।

Advertisement

আইসিসির আইনের ২৫.৩ অনুচ্ছেদ অনুযায়ী, যদি কোনো ব্যাটার পেনাল্টি সময় সম্পূর্ণ না করেন, তাহলে তিনি ব্যাটিং বা রানার হিসেবে নামতে পারবেন না, যতক্ষণ না তার শাস্তির সময় শেষ হয়। তবে, যদি তার দল পাঁচ উইকেট হারায়, তাহলে তিনি ব্যাটিং করতে পারবেন।

যদি নিউজিল্যান্ডের ইনিংস স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিট পর্যন্ত চলতো, অর্থাৎ চার ঘণ্টা ২৫ মিনিট; তাহলে ফখর তার পেনাল্টি সময় পূর্ণ করতেন এবং ওপেন করতে পারতেন। তবে, ইনিংস শেষ হয় ৬টা ৫ মিনিটে, যার ফলে পাকিস্তানকে বাধ্য হয়ে বাবর আজমের সঙ্গে সৌদ শাকিলকে ওপেনিংয়ে নামাতে হয়।

নিয়ম অনুযায়ী, পাকিস্তান ইনিংসের ২০ মিনিট পর বা পাঁচ উইকেট পতনের পর ব্যাটিং করতে পারবেন ফখর। সেই সময় অতিক্রান্ত হওয়ায় ২ উইকেট পতনের পর মাঠে নামেন এই ওপেনার। যদিও খুব একটা ভালো করতে পারেননি।

৪১ বলে ২১ রান করে সাজঘরে ফিরেছেন ফখর। ব্যাটিং করার সময়ও বেশ হাঁসফাঁস করতে দেখা গেছে তাকে।

Advertisement

এমএমআর/এমএস