অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
Advertisement
তিনি বলেন, সরকারের উপদেষ্টাদের কথাবার্তায় মনে হচ্ছে তারা কোনো এক দিকে ঝুঁকে যাচ্ছেন। এমনটা যদি হয় বাংলাদেশের মানুষের কাছে তাদের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আর যদি গ্রহণযোগ্যতা না থাকে তার ফলাফল কী হবে সেটা সবাই জানে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী শহীদ মিনার চত্বরে বিএনপির কেন্দ্রঘোষিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়া থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগামীর বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়া ছাড়া কারো কোনো অধিকার নেই এ দেশ পরিচালনা করার। দেশ পরিচালনা করতে হলে দেশের মানুষের মন-মেজাজ বুঝতে হবে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে হবে। দেশের মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সেটি আমারা ধারণ করতে সক্ষম হয়েছি। আর বিএনপি এসব বিষয়ে মানুষের কাছে ওয়াদাবদ্ধ। নতুন বাংলাদেশে আমাদের পরিবর্তন আনতে হবে।
Advertisement
আমীর খসরু বলেন, শেখ হাসিনা পালিয় যাওয়ার পরে সবার সম্মতিক্রমে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। আমাদের সমর্থন ছিল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে একটা অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। তাদের কাজ হলো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করা। এজন্য আমরা এ সরকার সমর্থন দিয়েছি। জনগণ ভোট দিয়ে নিজেদের সরকার গঠন করতে চায়। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জনগণের কাছে জবাবদিহিতা করবে জনগণ তাদের ভোট দিয়ে সরকার গঠন করবে।
সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সঞ্চালনা করেন জেলা বিএনপি সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
এতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু, চেয়ারপারসেনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুর রহিম ও কাজী মফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম
Advertisement