জাতীয়

১৪ ফেব্রুয়ারি মেট্রোরেলে ৪ লাখ যাত্রী পরিবহনের রেকর্ড

১৪ ফেব্রুয়ারি মেট্রোরেলে ৪ লাখ যাত্রী পরিবহনের রেকর্ড

ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল একদিনে চার লক্ষাধিক যাত্রী পরিবহনের রেকর্ড করেছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

Advertisement

শনিবার (১৫ ফেব্রুয়ারি) মেট্রোরেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

মেট্রোরেল সূত্র জানায়, গতকাল ১৪ ফেব্রুয়ারি যাত্রীসেবায় প্রথমবারের মতো ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করেছে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি মেট্রোরেলে সর্বাধিক প্রায় ৩ লাখ ৮৩ হাজার যাত্রী পরিবহন করা হয়। এর আগে গত ২৩ জানুয়ারি ৩ লাখ ৮১ হাজারের বেশি যাত্রী পরিবহন করে। বর্তমানে মেট্রোরেলে গড়ে প্রতিদিন সাড়ে তিন লাখ যাত্রী পরিবহন করে বলেও জানায় ডিএমটিসিএল।

আরও পড়ুন: মেট্রোরেলে দৈনিক ৩ কোটি টাকা আয় করতে হবে: ডিএমটিসিএল এমডি

গত ৪ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ মেট্রোরেলের উত্তরা অফিসে এক সংবাদ সম্মেলনে জানান, গত অর্থবছরে মেট্রোর টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২৪৪ কোটি টাকা হয়েছে। মে থেকে শুক্রবারও সারা দিন মেট্রোরেল পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।

Advertisement

এমএমএ/এমএইচআর/জেআইএম