দেশজুড়ে

খাগড়াছড়িতে আওয়ামী লীগ-যুবলীগের আরও ১৪ নেতাকর্মী গ্রেফতার

দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় খাগড়াছড়িতে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরও ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

এ নিয়ে গেল তিনদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ নেতাকর্মী গ্রেফতার হলেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত থেকে শুরু হওয়া অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন পানছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ সাকিবুর রহমান, পানছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহেদুল আলম ইনক, মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. বিলাল হোসাইন, দপ্তর সম্পাদক মো. হাবিব উল্লাহ।

Advertisement

এছাড়া খাগড়াছড়ির ইসলামপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. সবুজ ভুঁইয়া, রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ পাটোয়ারী, সদস্য মো. আলমগীর হোসেন, দীঘিনালা বোয়ালখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. করিম, মেরুং ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. সুমন গাজী, কবাখালী ইউনিয়নের ছাত্রলীগ নেতা মো. আসিফ, গুইমারা উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. লোকমান হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা মিয়া এবং মহালছড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগের নেতা মো. নুরুল ইসলাম বাবু।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, খাগড়াছড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে পুলিশ অভিযান চালাচ্ছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

এমআরবি/জেডএইচ/জেআইএম

Advertisement