আবরার ফাহাদের জন্মদিন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’।
Advertisement
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বড় পর্দায় শর্টফিল্মটি প্রদর্শিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রদর্শনীর আয়োজক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ। আমরা মনে করি, জুলাই আন্দোলনে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ—দুটোর একইসঙ্গে পতন হয়েছে। যা শুরু হয়েছিল আবরার ফাহাদের শহীদ হওয়ার মধ্য দিয়ে। যে আন্দোলন শুরু করেছিলেন আবরার ফাহাদ।’
আসাদুল্লাহ আল গালিব আরও বলেন, ‘আমরা মনে করি, আগামীর গণতান্ত্রিক সংগ্রাম, নতুন বাংলাদেশের স্বপ্ন, আর যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের কথা বলছি, এটা আবরাব ফাহাদেরই আত্মত্যাগ। তার যে লড়াই সেটি জারি রাখতে হবে। তার চেতনা আমাদের মধ্যে উপস্থিত থাকতে হবে। সেই লক্ষ্যে আমাদের আজকের এই আয়োজন।’
Advertisement
তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর রুমে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা নিহত হয়েছেন। তিনি একই হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।
নাঈম আহমদ শুভ/এফএ/এএসএম